শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ - ১৭:৩১
সরকারের প্রতি সমর্থনের জন্য আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁর সরকারের প্রতি অব্যাহত সমর্থন ও দিকনির্দেশনার জন্য ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে দেশের সার্বিক অগ্রগতি ও জনগণের কল্যাণে নেয়া নীতি ও কর্মযজ্ঞ অবিচলভাবে এগিয়ে যাবে।

হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে পেজেশকিয়ান এই কৃতজ্ঞতা জানান। এর একদিন আগে আয়াতুল্লাহ খামেনেয়ী প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রশাসনের প্রশংসা করে বলেন, তারা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং একইসঙ্গে সাবেক প্রেসিডেন্ট শহীদ ইব্রাহিম রাইসির বেশ কিছু অসমাপ্ত উন্নয়ন প্রকল্পও এগিয়ে নিচ্ছে—এ তথ্য দিয়েছে প্রেস টিভি।

পেজেশকিয়ান তাঁর বার্তায় বলেন,“রাহবারে মোয়াজ্জামের সমর্থন ও প্রজ্ঞাময় দিকনির্দেশনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান ইরানি জাতির ঐক্য ও সব জাতীয় প্রতিষ্ঠানের সহযোগিতার ওপর ভরসা রেখে সরকার নিষ্ঠার সঙ্গে সেবা, উন্নয়ন ও অগ্রগতির পথ অনুসরণ করছে।”

২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় তিনি ১৬ মিলিয়নেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হন।
মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাহাদাতের পরই আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে পেজেশকিয়ান দায়িত্ব গ্রহণ করেন।

বিজয়ের পর প্রথম ভাষণে তিনি বলেন, দেশের সামনে থাকা কঠিন পথ কেবল জনগণের “সহযোগিতা, সংহতি ও বিশ্বাস” দিয়েই অতিক্রম করা সম্ভব।

বৃহস্পতিবার রাতে দেয়া টেলিভিশন ভাষণে আয়াতুল্লাহ খামেনেয়ীও বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে; তিনি এজন্য জাতিকে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha